স্টাফ রিপোর্টারঃ প্রায় দেড় যুগের ও বেশি সময় ধরে অবৈধভাবে দায়িত্ব পালন করে আসছিল চট্রগ্রামের পাচলাইশ থানাধীন রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের বহিস্কৃত প্রধান শিক্ষক আবু তৈয়ব।
জানা যায় বিভিন্ন অনিয়মের কারনে তৎকালীন প্রধান শিক্ষক আবু তৈয়বকে ১৭/২/০৫ তারিখে বরখাস্ত করেছিল তখনকার স্কুল পরিচালনা কমিটি পরে তা শিক্ষা বোর্ডের বোর্ড সভায় অনুমোদন করে ২৮/০৫/০৫ তারিখে । যার স্বারক হলো চশিবো ( প্রশা-১) আপীল-১৭/৯৫(অংশ-১)২১৮৬(৫) তারিখ ২৯/৫/২০০৫। বহিস্কার হওয়ার পর তৎকালীন কমিটির লোকজনের সাথে আতাত করে দেড় যুগের ও বেশি সময় ধরে অবৈধভাবে দায়িত্ব পালন করে আসছিল প্রধান শিক্ষক আবু তৈয়ব যা বোর্ডের কোন অনুমতি ছাড়াই।
সর্বশেষ গত ৩০ মে খন্ডকালীন শিক্ষক নিয়োগে অবৈধ অর্থ নেয়া ও নানারকম দুর্নীতির কারনে পরিচালনা কমিটি পূনরায় আবু তৈয়বকে বরখাস্ত করে।
বোর্ড সুত্র জানায় এতদিন যে আবু তৈয়ব দায়িত্ব পালন করে আসছিল তার কোন নথি বোর্ডে ছিলনা। সর্বশেষ গত ২১ জুন ২০২৩ তারিখে চট্রগ্রাম শিক্ষাবোর্ড সচিব প্রফেসর রেজাউল করিম আগের বরখাস্ত করার চিঠিতে সতয়ন করল। এতে বোঝা যায় এতদিন বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক অবৈধভাবে দায়িত্ব পালন করে আসছিল।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭