টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় হাজী মজম আলী কাজী জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় টঙ্গীবাড়ী উপজেলার মারিয়ালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব সিরাজ উদ্দিন কাজীর সভাপতিত্বে ও মারিয়ালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মঞ্জুরুল হক এর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজি আব্দুল ওয়াহিদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মো: আলি হোসেন শেখ,ধীপুর ইউপি সদস্য মোস্তফা সরদার,মাওলানা আশরাফুল ইসলাম প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭