কেএম সবুজঃ বুধবার পেশাগত দায়িত্ব পালন শেষে রাত ১০টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন গোলাম রাব্বানী নাদিম ও তার সহকর্মী আল মুজাহিদ বাবু। পথে বকশিগঞ্জ পাথাটিয়ায় পৌঁছালে সামনে থেকে অতর্কিত আঘাত করে চলন্ত মোটরসাইকেল থেকে তাকে ফেলে দেওয়া হয়। এরপর দেশীয় অস্ত্রধারী ১০-১২ জন দুর্বৃত্ত তাকে সড়ক থেকে মারধর করতে করতে টেনে-হিঁচড়ে অন্ধকার গলিতে নিয়ে যায় এবং তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। সেসময় সহকর্মী মুজাহিদ তাদের আটকাতে গেলে তাকেও মারধর করা হয়। বৃহস্পতিবার (১৫ জুন) বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাংবাদিক নাদিমের মৃত্যুর খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশের সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং সময় সহকর্মী হত্যার বিচার চেয়ে ইতিমধ্যে সারাদেশে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি করেছেন বিভিন্ন সাংবাদিক সংগঠন। সেই সাথে শুক্রবার বেলা ১১ টার সময় আশুলিয়া প্রেসক্লাবে ও মানববন্ধন কর্মসূচি করেছে অত্র এলাকায় কর্মরত সাংবাদিকরা। সেখানে নাদিম হত্যার দ্রুত বিচার চেয়ে আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন জয় বলেন,সাংবাদিকদের উপর নির্যাতন বন্ধ করতে হবে এবং জামালপুরে কর্মরত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার দ্রুত বিচার কার্যকর করতে হবে। অন্যথায়, আমরা সাভার,আশুলিয়া, ধামরাইয়ে কর্মরত সকল সাংবাদিক মিলে কঠোর আন্দোলন গড়ে তুলবো। মানববন্ধনে উপস্থিত থেকে নাদিম হত্যার বিচার চেয়ে বক্তব্য রাখেন এটিএন নিউজের সাভার প্রতিনিধি জাহিদ হাসান শাকিল ও চ্যানেল আইয়ের প্রতিনিধি জাহির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ।