গাইবান্ধা জেলা প্রতিনিধি: জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি যাত্রী বাস থেকে দেড় কেজি গাঁজা জব্দ করছে পুলিশ। এসময় বেলী বেগম (৩৫) নামের এক মাদক করবারিকে গ্রফতার করা হয়।
রোববার (১১ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থনার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার।
পুলিশ জানায়,শনিবার (১০ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাপড়ীগঞ্জ বাজারের দক্ষিণে রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। বাসটির সিটে বসে থাকা বেলী বেগমের কাছে রক্ষিত দেড় কেজি গাঁজা জব্দ করাসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থনার উপপুলিশ পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার বলেন, বেলী বেগমের বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও মনে জানান তিনি।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।