কেএম সবুজঃ ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার পুকুরপাড় এলাকায় হুমায়রা আক্তার (০২) নামের দুই বছরের শিশুকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে। জানা যায় শনিবার বেলা সাড়ে ১০ টার সময় বাসা থেকে হঠাৎ নিখোঁজ হয় শিশু হুমায়রা। এরপর অনেক খোজাখুজি করে না পেয়ে এলাকার মসজিদের মাইকে হারানো প্রচার করা হয়। তারপর ও না পেয়ে অবশেষে দুপুর ২ টার দিকে পুকুরপাড়ের চারতলা মোড় সংলগ্ন মোল্লার হোটেলের পাশের গলির একটি ডাস্টবিন থেকে বস্তাবন্দি হাত পা বাঁধা অবস্থায় শিশুকে দেখতে পায় এলাকাবাসী। তারপর শিশুর বাবা খবর পেয়ে উদ্ধার করে প্রথমে স্থানীয় নারী ও শিশু হাসপাতাল সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।এ বিষয়ে শিশুটির বাবা আজিজুল হক ভোরের খবরকে জানান,সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আমার শিশু কন্যা নিখোঁজ ছিল।আমার কোন শত্রু নেই। যে আমার মেয়েকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল তার কঠিন শাস্তি চাই। তিনি আরও জানান, গত দুইদিন আগে আমাদের সাথে পাশের বাসার একটা মহিলার সাথে ঝগড়া হয়। তার মাধ্যমেও আমার এমন বড় ধরনের ক্ষতি হতে পারে। তাকে জিজ্ঞাসাবাদ করলেই তথ্য পাওয়া যেতে পারে। বিষয়টি নিয়ে নারী ও শিশু হাসপাতালে উপস্থিত হয়ে আশুলিয়া থানার এস আই মাসুদ রানা জানান, শিশুটি গুরুতর অসুস্থ রয়েছে। দ্রুত তার উন্নত চিকিৎসা দরকার।আমাদের কাছে এ বিষয়ে কোন লিখিত অভিযোগ করেনি। চিকিৎসা শেষে শিশুটির বাবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।উল্লেখ্য, ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।