ঢাকাশুক্রবার , ২৬ মে ২০২৩
আজকের সর্বশেষ খবর

সুন্দরগঞ্জে জাতীয় কবি কাজী নজরুলের জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ


মে ২৬, ২০২৩ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

শহীদুল ইসলাম শহীদ , সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গত বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেনের সঞ্চালনায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, পৌর আওয়ামীলীগ সভাপতি আহসানুল করিম চাঁদ প্রমুখ। বক্তারা বলেন, কাজী নজরুলের লেখা আমাদের ভাষাকে করেছে সমৃদ্ধ। জাতি, ধর্ম নির্বিশেষে তিনি একজন সাম্যের কবি। অন্যায়, অবিচা, জুলুম-নির্যাতন ও শৃংখল মুক্ত সমাজ প্রতিষ্ঠায় তার অবদান সাহিত্যে অনস্বীকার্য। তার শানিত লেখনির মধ্যে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের সুর লক্ষ্য করা যায়।

পরে জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।