ঢাকাবুধবার , ১০ মে ২০২৩
আজকের সর্বশেষ খবর

সিরাজদিখানে ইভটিজিংয়ে বাধা দেওয়ায় শিক্ষককে পেটালো দুই ছাত্র, ক্লাস বর্জন!


মে ১০, ২০২৩ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইভটিজিংয়ে বাধা দেওয়ায় শিক্ষককে লাঞ্চিত ও মারধরের অভিযোগ উঠেছে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। গতকাল বুধবার বিকাল অনুমান ৩ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নে অবস্থিত রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ইংরেজী শিক্ষক (খন্ডকালীন) দ্বীন মোহাম্মদকে ইভটিজিংয়ে বাধা দেওয়ার জেরে মারধর করে একই বিদ্যালয়ের মাকসুদুল ইসলাম ও রাশেদুল ইসলাম নামে ৯ম শ্রেণীর দুই ছাত্র। এ ঘটনায় মারধরের শিকার ওই শিক্ষক বাদী হয়ে অভিযুক্ত দুই ছাত্র মাকসুদুল ইসলাম ও রাশেদুল ইসলামকে বিবাদী করে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে শিক্ষার্থী কর্তৃক শিক্ষককে লাঞ্চিত ও মারধরের ঘটনার সুষ্ঠ বিচার নিশ্চিতের দাবীতে বিদ্যালয়ের সকল ক্লাস বর্জন করেছে বিদ্যলয়টির শিক্ষকরা। ভুক্তভোগী রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ইংরেজী শিক্ষক (খন্ডকালীন) দ্বীন মোহাম্মদ মুঠোফোনে বলেন, বিকার ৩ টার দিকে আমি ক্লাস নিচ্ছিলাম। এসময় ক্লাসের দুই ছাত্র মেয়েদের ইভটিজিং করে। আমি ইংভটিজিং করায় তাদের শাসন করে ক্লাস রুম ত্যাগ করে অন্য ক্লাসে চলে যাই। পরে ৯ম শ্রেণীর ছাত্র মাকসুদুল ইসলাম ও রাশেদুল ইসলাম আমার ক্লাস রুমে ঢুকে আমার সাথে বেয়াদবি শুরু করে। একপর্যাযে আমি তাদের বেয়াদবি করতে শাসন ও প্রতিবাদ করলে তারা আমার গায়ে হাত তোলে। স্কুলের সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবগত করে ওই দুই ছাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। পরে তাদের সুষ্ঠু বিচারের দাবীতে স্কুলের সব ক্লাস বর্জন করে শিক্ষকরা। বিদ্যায়টির ২০০৬ ব্যাচের এক শিক্ষার্থী বলেন, ঘটনাটি শুনে অনেকটা অবাকই হলাম। আমাদের সময় এ ধরনের ঘটনা ঘটেনি। ঘটনাটি খুবি দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে বখাটে ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। এ ব্যপারে রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক বিশ্বজিত দাসের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়ার যায। সিরাজদিখান থানার ডিউটি অফিসার এএসআই কামরুল লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।