টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বহিরাগত এক বখাটের ছুরিকাঘাতে ৩য় শ্রেনীর স্কুল ছাত্র আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার কামারখাড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানাগেছে, বৃহস্পতিবার (১১মে) কামারখাড়া গ্রামের মো: শাহজাহান শেখ এর ছেলে কামারখাড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর স্কুল ছাত্র সারাফাত হোসেন নিরব(১০) ওই বিদ্যালয়ে পড়তে গেলে বিদ্যালয় হতে ডেকে এনে চাকু দিয়ে কুপিয়ে আহত করে একই এলাকার ইকবাল কসাই এর ছেলে রেজাউল(১৭)।
ওই স্কুলের শিক্ষক মোঃ আলম বলেন, আমাদের এই স্কুলের প্রাক্তন এক ছাত্র বর্তমানে তৃতীয় শ্রেণীর এক ছাত্রকে ক্লাস থেকে ডেকে বাহিরে নিয়ে ছুড়ি দিয়ে কোপ দেয়। ওই কোপ ডান হাতের কব্জির উপরে লেগে একটু কেটে যায় । তিনি আরো বলেন আমাদের সাবেক ছাত্র রেজাউল বর্তমান আহত ছাত্র সারাফাত হোসেন নিরবকে দুলাভাই ডাকতে বলেছিল। নিরব দুলাভাই না ডাকায় তাকে কোপ দিয়ে আহত করে বলে শুনেছি। আমাদের স্কুলের সভাপতি সহ স্থানীয় লোকজন এ বিষয়টি আপস মীমাংসা করে দিয়েছে।
ওই স্কুলের প্রধান শিক্ষক মোঃ পলাশ বলেন ,আমি জরুরী কাজে জেলা শিক্ষা অফিসে এসেছি। বিদ্যালয়ের এক শিক্ষক আমাকে জানিয়েছে স্কুলের এক ছাত্রকে ডেকে নিয়ে কারা যেন কুপিয়ে আহত করেছে। আহত ছাত্রকে স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রাজিব খান বলেন বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।