মানিক হোসেন বেড়া (পাবনা) প্রতিনিধি: নদী ভাঙ্গন রোধ করি বিদ্যুৎ সঞ্চালন লাইনসহ (সাব মেরিন কেবল) ফসলি জমি ও ঘরবাড়ি রক্ষা করি এ দাবি নিয়ে পাবনার বেড়া উপজেলার ও মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনার চরের হাজার মানুষ এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
গতকাল শুক্রবার সকালে বেড়া উপজেলার পুরানভারেঙ্গা ইউনিয়নের চর কল্যানপুর নামক স্থানে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির সমন্বয়কের দ্বায়িত্ব পালন করেন “জিয়া মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি বে- সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান।এ সময় বক্তব্য রাখেন বেড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইন্জিনিয়ার মেসবাউল হক, পুরান ভারেঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের,মানিকগঞ্জ দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, পুরানভারেঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম,সমাজ সেবক আব্দুল আওয়াল, সুরমান আলী,জিয়া ডায়াগনস্টিক এর পরিচালক ডাক্তার জুলহাস প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন যমুনার আগ্রাসী ভাঙ্গনের মুখে একে একে ফসলী জমি, ঘর বাড়ি বিলীন হয়ে জাতীয় গ্রীডের ৩৩০০০ হাজার কেভি সাব মেরিন সঞ্চালন লাইন আক্রান্ত হতে চলেছে
অথচ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)কোন কার্যকর ব্যবস্থা গ্রহন করেননি । এলাকার দুজন সাংসদ জাতীয় সংসদের ডিপুটি স্পিকার অ্যাড সামছুল হক টুকু এমপি সাংসদ (পাবনা-১) ও আহমেদ ফিরোজ কবির এপি(পাবনা-২) ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডকে কার্যকারী ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়ে (ডিও লেটার) চিঠি দিলেও তারা রহস্য জনক কারণে ব্যবস্থা গ্রহন করছে না।এ নিয়ে ভাঙ্গন কবলিত এলাকার মানুষদের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে।মানববন্ধন থেকে দ্রুত ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান।