ঢাকাশুক্রবার , ১২ মে ২০২৩
আজকের সর্বশেষ খবর

মুন্সিগঞ্জের পদ্মা তীরে মুখে জাল পেঁচানো মৃত ডলফিন


মে ১২, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের লৌহজং পদ্মা তীরে ভেসে এসেছে বিপন্ন প্রজাতির মৃত ডলফিন (শুশুক) । শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার গাঁওদিয়া গ্রামের নদীতীরে প্রায় ৪ফুট লম্বা প্রানীটি দেখতে পায় স্থানীয়রা। মৃত প্রানীটির মুখে মাছ ধরার জাল পেঁচানো রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানী সূত্র জানায়, দুপুর নদীতে গোসল করতে গেলে প্রথমে ডলফিনটি দেখতে পান তিনি স্থানীয় কাজী বাবুল নামে এক ব্যাক্তি। খবর পেয় উৎসুক মানুষজন ঘটনাস্থলে ভীর জমায়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা কাজী বাবুল জানান, নদীতে প্রচুর এ প্রানী রয়েছে। রাতে জেলেরা নদীতে জাল ফেলে মাছ ধরে থাকে। মাছ ধরার জেলেদের জালে আটকে পরে থাকতে পারে, জালে আটকা পরলে প্রাণিটিকে তারাই পিটিয়ে হত্যা করেছে। কারন আমরা যখন তখন মুখে কারন জাল পেচাঁনো ছিলো শরীর আঘাতের চিন্হ আছে প্রচুর।

এবিষয়ে লৌহজং উপজেলা বন কর্মকর্তা সেলিম খান জানান, মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়ে বিকালে ঘটনাস্থলে যাই। প্রায় ৪ফিট দৈর্ঘ্য ও আনুমানিক ৬০কেজি ওজন হবে প্রানীটির। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে জেলেদের জালে আটকা পরে মৃত্যু হয়েছে প্রানিটির। পরে এখানে ভেসে এসেছে। ২-৩দিন আগেই প্রানীটির মৃত্যু হওয়া পঁচে দুর্গন্ধ হয়ে যাওয়া নদী তীরেরই গর্ত করে মাটি চাপা দেওয়া হয়েছে মৃত দেহটি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।