মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের লৌহজংয়ে জোরপূর্বক বাড়ি দখলের অভিযোগে ১৩ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে উপজেলার হলদিয়া ইউনিয়নের মৌছা গ্রাম থেকে আটক করা হয়। এ বিষয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় লৌহজং থানায় মামলা দায়ের করা হয়। মামলার নাম্বার ১০। পরে শুক্রবার বেলা ১২টার দিকে আসামীদের মুন্সীগঞ্জ কোর্টে প্রেরণ করেন।
মামলা সূত্রে জানা যায়, নাসিম ওসমান গণির ক্রয়কৃত মৌছার মৌজার খতিয়ান নং- সিএস ২৬৭, এসএ ২৯৭, আরএস ১০১, দাগ নং সিএস ও এসএ ১৯৩, আরএস ৪৪৫ এর ৩০ শতাংশ জমি তার পুত্র নাহিদ হাসান নিশাদের নামে হস্তান্তর করে দেন। এরপর ৭ তলা বিল্ডিংয়ের কাজ শুরু করেন তারা। কিন্তু হঠাৎ গত ৭ মে রবিবার দুপুরে শামীম শেখ, শাহীন শেখ, সেলিম শেখসহ শেখ এশিয়া লিমিটেড নামক ডেভলপার কোম্পানীর ম্যানেজার ও কর্মচারী ১০/১৫ জন বেআইনি জনতাবদ্ধে আবদ্ধ হয়ে লোহার রড, হকিস্টিক, রামদাসহ মারাত্মক অস্ত্র নিয়ে পূর্বপরিকল্পিতভাবে বাড়ির ভিতরে ও বিল্ডিংয়ে অনধিক প্রবেশ করে হামলা করে। এসময় দায়িত্বে থাকা কেয়ারটেকার আব্দুলকে হত্যার উদ্দেশ্য লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারধর করে গুরুতর জখম করে এবং জোরপূর্বক বিল্ডিংয়ের ২য় তলায় কেয়ারটেকারের রুমে থাকা মিস্ত্রিদের কাজের বিল ও মালামাল ক্রয়ের ৩ লাখ টাকা এবং আসামী শাহীন শেখ কেয়ারটেকারের কাছ থেকে বত্রিশশত টাকা চুরি করে। পরে কেয়ারটেকার খবর দিলে বাদী ও তার আত্মীয় স্বজনসহ স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে গেলে তারা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে এ ঘটনায় লৌহজং থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন জমির মালিক।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ্ আল তায়াবীর প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, এ ঘটনার অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে অভিযান চালাই। ঘটনার সত্যতা সাপেক্ষে ঘটনাস্থল থেকে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. তোফায়েল হোসেন সরকার মহোদয়ের নের্তৃত্বে বৃহস্পতিবার রাত পোনে ৮টায় ১৩ জন আসামিকে গ্রেফতার করি। গ্রেফতারকৃতরা হলেন শাহীন শেখ (৪০), ইকবাল হোসেন (৫২), মারুফ শেখ (৩০), জসিম (৩২), আমিনুল হক (৩০), আমিনুল ইসলাম (২৩), মহিদুল ইসলাম (৩৬), সোহেদুজ্জামান (১৮), মান্নাফ মিয়া (২৫), সেলিম হায়দার (২৪), শাকিল (২৭), মিরাজ (২১), লাবলু (৩৭)। পরে শুক্রবার বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জ কোর্টে আসামিদের প্রেরণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭