ঢাকাশনিবার , ২৭ মে ২০২৩
আজকের সর্বশেষ খবর

মুন্সিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেলো দুই বন্ধুর


মে ২৭, ২০২৩ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

টংগিবাড়ী প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা পৌনে দুইটার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের দক্ষিণ কুসুমপুর লেবুতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই বন্ধু হলেন লৌহজং উপজেলার মোসলেম সরদারের ছেলে মো. জুম্মন (৪৫) ও মো. শাহজাহান মিয়ার ছেলে মো. কাউসার (৪৬)। জুম্মন ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ইব্রাহিম খলিলুল্লাহ ও আসলাম ভূঁইয়া বলেন, জুম্মনের ব্যাটারিচালিত অটোরিকশায় করে তাঁর বন্ধু কাউসার ও এক নারী যাত্রী কুসুমপুর হয়ে লৌহজং যাচ্ছিলেন। দুপুরে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। অটোরিকশা থামিয়ে ওই নারী যাত্রী ও দুই বন্ধু কুসুমপুর লেবুতলা এলাকার একটি জ্বালানি কাঠের দোকানে আশ্রয় নেন। পরে ওই নারী বাসে করে তাঁর গন্তব্যে চলে যান। বেলা পৌনে দুইটার দিকে বিকট শব্দে বজ্রপাত হয়। এর কিছুক্ষণ পর তাঁরা (খলিলুল্লাহ ও আসলাম) সেখানে গিয়ে দেখেন তবে জুম্মন ও কাউসার মৃত অবস্থায় পড়ে আছেন।

 

উপজেলার ইছাপুরা ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আহসান কবির বলেন, বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ খবর পুলিশকে জানানো হয়েছে।

সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন বলেন, বজ্রপাতে মারা যাওয়া দুই ব্যক্তির লাশ তাঁদের স্বজনেরা এসে নিয়ে গেছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।