লিমা আক্তার (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ভালুকায় ট্রাক দিয়ে ডাকাতির প্রস্তুতির সময় ৩ জনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলেন, চাঁদপুর জেলার মদন থানার কাদের ছেলে রাসেল গাজী (২৬), ময়মনসিংহ জেলার ফুলপুর বালিয়া এলাকার মোস্তফার ছেলে হানিফ (২৯), ভালুকা থানার পুরুড়া এলাকার হেলালের ছেলে মোশাররফ (৩০)।এসময় পুলিশ ডাকাতিতে ব্যবহৃত একটি ট্রাক ও দেশীয় অস্ত্র জব্দ করেছে।ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেহেরাবাড়ী এলাকার তালতলা থেকে ধাওয়া করে থানা এলাকায় বেরিগেড দিয়ে তাদের আটক করা হয়েছে।এই চক্রটি রাতের বেলায় বাসাবাড়ি ও দোকানপাটের তালা কেটে সর্বস্ব লুট করে নিতো।
তাদের নামে বিভিন্ন থানায় একাদিক মামলা রয়েছে।মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭