ভালুকায় গাঁজা গাছ সহ আটক ১
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতাঃ ময়মনসিংহে ভালুকায় ২৫টি গাঁজাগাছসহ একজনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
জানা যায়, উপজেলার পাঁচগাঁও গ্রামের মোহাম্মদ আলীর ছেলে তোতা মিয়া (৪০) বসত ভিটায় বাড়ির আঙিনায় লাউ গাছের আড়ালে অভিনব কায়দায় ওই গাঁজার চাষ করতেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেনের দিকনির্দেশনায় এস. আই আবুল কালাম আজাদের নেতৃত্বে এসআই নজরুল ইসলাম, এসআই গোলাম মাওলা, এসআই আশরাফ, এসআই নূর-কাশেম অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে উপজেলার পাঁচগাঁও এলাকার তোতা মিয়ার বাড়ি থেকে ২৫টি গাঁজার গাছসহ তাকে আটক করা হয়।
আটক তোতা মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিরোধ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।#
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭
প্রকাশিত সংবাদপত্রের অংশ