বেড়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার বেড়ায় ট্রাকচাপায় এনামুল হোক নান্নু (৪৮)নামে এক হোন্ডা রোহী মৃত্যু হয়েছে।গতকাল রবিবার(২৮মে) দুপুরে বেড়া বৃশালিখা নৌ-বন্দর এলাকার তিন মাথা মোড়ে একটি দ্রুতগামী মাটিবহনকারী ট্রাক চাপায় সে মারা যায়। সে বৃশালিখা মহল্লার আজিম উদ্দিনের ছেলে। ঘটনার পর পুলিশ চালকসহ ট্রাকটি আটক করতে সক্ষম হয়েছে।নিহত নান্নু পেশায় নির্মান শ্রমিকের ঠিকাদার ছিলেন।
জানা যায়,বেড়া পৌর বাজার থেকে রোববার দুপুরে একটি মোটরসাইকেল যোগে নান্নু বৃশালিখা নৌ-বন্দরের দিকে যাচ্ছিলেন। মটরসাইকেলটি বন্দর এলাকার তিনমাথার প্রধানসড়কের উঠামাত্রই একটি মাটি ভর্তি দ্রুতগামী ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দেয় এতে সে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ বেড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসাকেরা তাকে মৃত ঘোষনা করেন। এলাকাবাসী চালক,হেলপারসহ ট্রাকটি আটক করে বেড়া থানায় খবর দেয়।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান, এলাকাবাসীর দেয়া সংবাদ পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে ওই ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।এ বিষয়ে মোটরযান আইনে মামলা গ্রহন করে আটক ব্যক্তিদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭