লুৎফর রহমানঃ “তামাক নয়, খাদ্য ফলান” এই প্রতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩ উদ্যাপন করা হয়েছে। বুধবার সকালে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। র্যালীটি উপজেলা কমপ্লেক্স থেকে বের হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভা কক্ষের আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে বিশ্ব তামাকমুক্ত দিবসে আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, কৃষি কর্মকর্তা মো. ইমরান হুসাইন শাকিল, মৎস্য কর্মকর্তা মাছুম বিল্লাহ প্রমুখ। এ সময় বিভিন্ন কর্মকর্তাসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭