গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্ষণ মামলায় রাহাত ও রুহুল আমিন নামের দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) গোবিন্দগঞ্জ থানায় মামলা নম্বর ৪১/১৯৭ মূলে ওই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে নূরী আক্তার সুরভী ২৭ এপ্রিলের ঘটনায় বাদী হয়ে উপজেলার শালমারা ইউপির দামগাছা গ্রামের রেজাউলের ছেলে রাহাত (২০), একই গ্রামের আজাদের ছেলে মারুফ (১৯), শফিকুলের ছেলে মামুন (২৫), রুহুল আমিন (২১) পিতা অজ্ঞাত, লুৎফরের ছেলে আ. হান্নান (২২), আনিছুরের ছেলে রোকনুজ্জামান রাকিব (২০) ও কাটাবাড়ী ইউপির আশকুর নামাপাড়া গ্রামের সোনা মিয়ার ছেলে সুমন সরকারের (২৪) নামে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত রাহাত ও ভুক্তভোগী সুরভী পূর্ব পরিচিত। ঘটনার দিন ২৭ এপ্রিল সুরভী বগুড়া জেলার সোনাতলা থানাধীন বোচার পুকুর গ্রামে তার ফুফু’র বাড়িতে অবস্থান করছিল। তাকে মোবাইল ফোনে সন্ধ্যা ৭টার দিকে রাহাত মহিমাগঞ্জে আসতে বলে। সেখানে আসলে রাহাত তাকে মোটরসাইকেলযোগে দেওয়ানতলা ব্রীজে নিয়ে যায় এবং অন্যান্য অভিযুক্তদের সহায়তায় অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না জানাতে হুমকি দিয়ে মোবাইলে ধারণ করা ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে মহিমাগঞ্জ বাজারে এনে তার ফুফুর বাড়িতে পাঠিয়ে দেয়। পরে সুরভী গোবিন্দগঞ্জ থানায় এসে লিখিত এজাহার জমা করেন।
এবিষয়ে অভিযোগ কারীর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ইজার উদ্দিন জানান,অভিযান চালিয়ে ওই দিন এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সঞ্জয় জানান, মামলার দায়িত্ব নিয়ে রাতেই রাহাত ও রুহুল আমিনকে গ্রেফতার করে পরবর্তীতে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের অভিযান চলমান।