ঢাকাসোমবার , ৮ মে ২০২৩

দৌলতপুরে নেতাকর্মীদের সাথে এমপি দুর্জয়ের মতবিনিময় ও ঈদ পূর্ণমিলনী


মে ৮, ২০২৩ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

মো: লুৎফর রহমানঃ মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।৮মে সোমবার দুপুর ২ টার সময় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. একে এম আজিজুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.এম নাঈমুর রহমান দুর্জয়।

মতবিনিময় এমপি দুর্জয় বলেন-আগামী সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। সে মোতাবেক আপনারা ভোটের মাঠে থেকে নৌকার বিজয় সুনিশ্চিত করে মানিকগঞ্জ-১ আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। একইসাথে তিনি জননেত্রী শেখ হাসিনার হাতকে শাক্তিশালী করার আহবান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মানিকগঞ্জ জেলার অভিভাবক হিসেবে স্বীকৃত বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন।
তিনি তার বক্তব্যে বলেন , দূর্জয়ের জন্ম আওয়ামী পরিবারে যার পিতা,মাতা সকলেই আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে দলের সাথে সম্পৃক্ত তার জন্য কাজ না করলে কার জন্য কাজ করবেন। তিনি আরো বলেন চরবান্ধব নেতা থাকলে দূর্জয়ই প্রথম। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য দূর্জয়ের নৌকার পক্ষে কাজ করার আহবান জানান। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম মট্টু,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি দৌলতপুর উপজেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লা, যুবলীগের আহবায়ক হুমায়ুন কবির শাওন, বাংলাদেশ শ্রমিকলীগ দৌলতপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, এছাড়াও চরকাটারীর চেয়ারম্যান আইয়ুব আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী হিবু, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা ভূটু ও মান্নু ফকির প্রমুখ।

মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।