ঢাকাবৃহস্পতিবার , ৪ মে ২০২৩

টঙ্গীবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে হিন্দু পরিবারের উপর হামলার অভিযোগ


মে ৪, ২০২৩ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীবাড়ি  প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে  বিবাদমান জমির গাছ থেকে আম পাড়তে নিষেধ করায় প্রতিবেশির হামলার শিকার হয়েছেন হিন্দু পরিবার।

জানাগেছে,উপজেলার পাঁচগাঁও গ্রামের কালিরবাড়ী এলাকার মৃত নরহরি গাঙ্গুলীর ছেলে নারায়ণ কান্ত গাঙ্গুলী  গং ও প্রতিবেশি মৃত করিম মাঝি ছেলে মোবারক মাঝি গংদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।

বৃহস্পতিবার দুপুরে বিরোধপূর্ন জমির আম গাছ থেকে মৃত করিম মাঝির ছেলে মোবারক মাঝি বুলেট, রমজান মাঝি, রজ্জব মাঝি গংরা লোকজন নিয়ে আম পাড়তে গেলে জমির অপর মালিক নরহরি গাঙ্গুলীর ছেলে লক্ষিকান্ত গাঙ্গুলী  বাঁধা দেয়।  এতে ক্ষীপ্ত হন মোবারক মাঝি গংরা। এ সময় মোবারক মাঝিদের ভাড়াটিয়া সন্ত্রাসী শাহজাহান লক্ষিকান্ত ও তার স্ত্রী অর্চনা রানী গাঙ্গুলীর উপর হামলা করে মারধর করে এবং অর্চনা রানীকে অশ্লীলভাবে গালি গালাজ করে রেপ করার হুমকি দেয় বলে জানান অর্চনা রানী গাঙ্গুলী।

এ ব্যাপারে লক্ষিকান্ত গাঙ্গুলীর ভাই নারায়ণ কান্ত গাঙ্গুলী বলেন, আমাদের বাড়িতে ১৯৮০ সালে করিম মাঝিকে আমার বাবা থাকতে দিয়েছিল। তারপর আমার বাবাকে তারা একদিন তুলে নিয়ে ৩ দিন‌ আটকে রেখে বাবার  থেকে জোর করে অল্প কিছু সম্পত্তি লিখে নেয়। কিন্তু তারা এখন আমার বাপ ও তিন চাচার অংশের ৪ একরের বেশি সম্পত্তি জোর করে দখল করে রাখছে।  আমাদের এই সম্পত্তি দখল করার সময় আমি বাধা দিলে তারা আমাকে মেরে আমার মেরুদণ্ড ভেঙে আমাকে পঙ্গু করে ফেলে। এখন আমরা জমি নিয়ে মামলা করেছি। মামলা করার পরে টঙ্গীবাড়ী থানা দুদিন আগে তাদের ডেকে বলে দিয়েছে যেহেতু সম্পত্তি নিয়ে মামলা রয়েছে।মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ সম্পত্তির যা কিছু বিক্রি করে আমাদের যাতে অর্ধেক ভাগ দেওয়া হয়। তারা আমাদের জমির আম ২৫ হাজার টাকা বিক্রি করছে আমাদের মাত্র ২০০০ টাকা সাধে। এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ওরা আমার ভাইকে মেরেছে। বৌদিকে মেরে তার কাপড়চোপড় ছিঁড়ে ফেলেছে এবং তাকে রেপ করার হুমকি দিয়েছে।

এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে রজ্জব মাঝি জানান, থানা থেকে আমাদের বলছে আপনারা আম বিক্রি করছেন উভয় পক্ষ ভাগ বাটোয়ারা করে নিয়েন। তাই আমরা আম পারতে গিয়েছিলাম।

টঙ্গীবাড়ী থানার এস,আই আল মামুন জানান, বিরোধপূর্ণ জমিটি নিয়ে দু- পক্ষের সাথে কথা হয়। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আম পেরে দুই পক্ষকে সমান ভাগে ভাগ করে নিতে বলা হয়েছিলো।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।