শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্বৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ ১৪৩০ উদযাপন উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় ও বর্নিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ ঘটিকায় সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের জমকালো আয়োজনে একটি বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদ চত্বরে গ্রামের ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়াম কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভা উপজেলা নির্বাহী (চঃঅ) অফিসার মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার সদস্য,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম সরকার লেবু, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ মন্জুরুল ইসলাম লিটনের সহধর্মিনী ও জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দা খুরশীদ জাহান স্মৃতি, থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জান সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ সামসুল আরেফিন খান,উপজেলা গণস্বাস্থ্য কর্মকর্তা মোঃ খোকন রানা, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু নাছের মিরান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ সুমন মিয়া,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক খন্দকার মাইদুল ইসলাম,ছাত্রলীগ নেতা বিষু,মোনারুল,এনামুল,লিবন প্রমূখ।প্রধান অতিথির বক্তব্যে লেবু বলেন, বাংলা নববর্ষ আমাদের পুরাতন যত গ্লানি আছে তা ভুলে নতুন করে পথ চলার শিক্ষা দিয়ে থাকে। নববর্ষ আমাদের ইতিহাস, ঐতিহ্য বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। স্মৃতি তার বক্তব্যে বলেন, নববর্ষ আমাদের ভাষা আন্দোলনের কথা মনে করিয়ে দেয়। অনেক আত্নত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি। যে কোন মুল্যে তা ধরে রাখতে হবে। আলোচনা সভা শেষে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও প্রতিবন্ধী শিশুদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।