ঢাকাসোমবার , ৩ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ খবর

বেড়ায় জাটকা বিক্রির দায়ে একজন কে জরিমানা


এপ্রিল ৩, ২০২৩ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

বেড়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলার কাজিরহাট নৌ-পুলিশ রাজধরদিয়া লতিফপুর ঘাটে অভিযান চালিয়ে ২৮০ কেজি জাটকাসহ নজরুল ইসলাম বিশ্বাস নামে একজনকে আটক করা হয়।
আজ সোমবার সকাল ৯টায় ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মোঃ সবুর আলী আটক ব্যক্তিকে ছয় হাজার টাকা জরিমানা করেন। মৎস সংরক্ষণ আইনের ১৯৫০ এর ৫(১) ধারায় এই দন্ড দেয়া হয়।
কাজীরহাট নৌ-পুলিশের এসআই আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে রাজধরদিয়া লতিফপুর ঘাটে অভিযান চালিয়ে ১৪ পেটি (২৮০ কেজি) জাটকাসহ নজরুল ইসলামকে আটক করা হয়।
পরে আটক মাছ বেড়া উপজেলার বিভিন্ন এতিম খানায় দেয়ার জন্য ইসলামী ফাউন্ডেশন বেড়া শাখায় হস্তান্তর করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।