আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে অংশে অবৈধভাবে আড়িয়াল বিলের কৃষি জমির মাটি বিক্রির অপরাধে মোবাইল কোর্টে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১১এপ্রিল)ভোর হতে দুপুর পযর্ন্ত বাড়ৈখালী ইউনিয়নের মদনখালী খাল ও হাসাড়া ইউনিয়নের আলমপুর খালের অংশে বিভিন্ন স্থান হতে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তিদের মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি মামলায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
শ্রীনগর থানা ফোর্সের সহযোগিতায়
এই মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)মোঃ আবুবকর সিদ্দিক।
তিনি বলেন,উপজেলার কৃষি ফসলি জমি,জলাশয় , রাস্তাএবং সরকারি স্থাপনা রক্ষার্থে উপজেলা প্রশাসন এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।