নিজস্ব প্রতিবেদকঃ সাভারের আশুলিয়ায় হাজী সৈয়দ খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে ৫শত গরীব দুস্থ,প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকাল ৩ টার দিকে আশুলিয়ার উত্তর গাজিরচট হাজী সৈয়দ খাঁন মডেল স্কুল প্রাঙ্গণে এ ঈদ উপহার তুলে ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ মো. শাহাদাত হোসেন খানঁ।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো, ১ কেজি পোলার চাউল, ১ কেজি চিনি, ১ কেজি মুশুরির ডাল, ২ কেজি আলু,, আদা কেজি সয়াবিন তেল, ২ প্যাকেট সেমাই।
এসময় হাজী সৈয়দ খাঁন ফাউন্ডেশনে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহাদাত হোসেন খানঁ বলেন, আমার প্রয়াত পিতা হাজী সৈয়দ খাঁনের নামে প্রতিষ্ঠা করা হাজী সৈয়দ খাঁন ফাউন্ডেশন গড়ে তুলেছি সমাজের দুস্থ, গরিব, অসহায়দের উন্নয়ন, সার্বিক সহযোগিতা করে পাশে থাকার জন্য। এই প্রতিষ্ঠান লাভবান হওয়ার জন্য করেনি শুধু মাত্র সমাজ ও সমাজের হতদরিদ্রদের উন্নয়ন করার জন্য এই প্রতিষ্ঠান। আমরা খাবো আর গরিবরা খাবেনা তা হবেনা।'
এরই ধারাবাহিকতায় আজ ৫শত গরীব দুস্থ,প্রতিবন্ধীদের এই উপহারসহ নগদ অর্থ দিয়েছি।
তারা যেন ভালো ভাবে ঈদ ঈদ উৎযাপন করতে পারেন। আজ যেই পরিমান ঈদ খাদ্য সামগ্রী উপহার দিয়েছি ধারাহিক ভাবে আগামী বছর থেকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে তার দিগুন প্রদান করবো।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭