রাজাগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর “সংবর্ধনা অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে।
২৭এপ্রিল, ২০২৩ ইং রোজ বৃহস্পতিবার সিলেট জেলার কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের হলরুমে ‘রাজাগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন’ কর্তৃক আয়োজিত “সংবর্ধনা অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে।
জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ও অত্র এসোসিয়েশনের উপদেষ্টা অধ্যক্ষ মাও. শরীফ আহমদ সাহেবের সভাপতিত্বে, এসোসিয়েশনের সহ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয় এসোসিয়েশনের দেশে অবস্থানরত দায়িত্বশীল সহযোগী সদস্য হাফিজ ক্বারী মুস্তাফিজুর রহমান মারওয়ানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসাতুল মদিনা, মির্জারগড় মৌজা এর নির্বাহী মুহতামিম এবং অত্র এসোসিয়েশনের উপদেষ্টা মাওলানা আমীমুল ইহসান শামীম সাহেব।
অনুষ্ঠানে যাদেরকে সংবর্ধিত করা হয়েছে, তারা হচ্ছেন;
রাজাগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান ‘হাফেজ সাকের আহমদ ও হাফেজ আব্দুল্লাহ আল মারজান চৌধুরী’ বিশ্ববিখ্যাত আল আযহার বিশ্ববিদ্যালয়-এ উচ্চ শিক্ষা লাভের জন্য স্কলারশিপ প্রাপ্ত হওয়ায় সংবর্ধিত করা হয়।
রাজাগঞ্জ ইউনিয়নের গর্বিত সন্তান ‘হাফেজ রাইয়ান তানজিম’ পবিত্র রমজান মাসে দেশের জনপ্রিয় টেলিভিশন SATV ও PROJAPOTI TV উদ্যোগে আয়োজিত “আমানসিম সাওতুল কোরআন” জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগীতা-২০২৩ এর প্রথম রানার্সআপ তথা দ্বিতীয় স্থান অর্জন করায় সংবর্ধিত করা হয়।
রাজাগঞ্জ ইউনিয়নের গর্বিত সন্তান ‘হাফেজ এহতেশামুল হক হীরা’ দেশের বহুল পরিচিত জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল NTV কর্তৃক আয়োজিত প্রতিভার সন্ধানে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগীতা “পিএইচপি কোরআনের আলো ২০২৩” এ চতুর্থ স্থান অর্জন করার জন্য সংবর্ধিত করা হয়।
রাজাগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সিনিয়র দুইজন সদস্য সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সালেহ আহমদ এবং আলী আহমদ তালুকদার কে স্বদেশ গমন উপলক্ষ্যে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়ীকান্দী নওয়ামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং অত্র এসোসিয়েশনের উপদেষ্টা জনাব ছাদেক আহমদ সাহেব, পারকুল আটলার পাহাড় সরকারি প্রাথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সাহেব, রাজাগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি সংযুক্ত আরব আমিরাত প্রবাসী হাবিব আহমদ চৌধুরী ‘বাবুল’, রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য অত্র এসোসিয়েশনের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল আহমদ তালুকদার (মেম্বার), ইসলামী ব্যাংক রাজাগঞ্জ আউটলেট এর ইনচার্জ জাহিদুল ইসলাম ’কলিম’, সিনিয়র সদস্য হাফিজ মো. আব্দুল্লাহ খান, আনোয়ারুল আম্বিয়া চৌধুরী, অর্থ সম্পাদক মখলিছুর রাহমান, প্রকাশনা সম্পাদক হাফিজ মতিউর রহমান চৌধুরী, সহ-সমাজ কল্যাণ সম্পাদক আলমগীর হুসাইন খান ‘বুলবুল’, দেশে অবস্থানরত দায়িত্বশীল সহযোগী সদস্য মাও. ইমরান হুসাইন চৌধুরী, মাও. মো. শরীফ উদ্দিন, হাফিজ মাওলানা সাদিকুর রাহমান জুয়েল, হাফিজ মাও. আবুল হাসানাত মাসরুর, মো. আব্বাস উদ্দীন মুন্না, মাসুম বিন নূরুল হক, নাজমুল হুসাইন ইমন, শামছুল ইসলাম, রুহুল আমিন, মাও. মো. শরীফ উদ্দিন, শাহিদ আহমদ চৌধুরী, তারেক হোসেন, মাজেদুল ইসলাম নাফিজ প্রমুখ।
অনুষ্ঠান সমাপ্ত হয়, অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মাও. শরীফ আহমদ সাহেবের বক্তব্যের মাধ্যমে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।