বেড়া(পাবনা)প্রতিনিধিঃ বেড়া পৌর বিএনপির ও অঙ্গ সংগঠন উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেড়া পৌর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক বিরাট সমাবেশ অনুষ্ঠিত হয়। বেড়া পৌরসভার সাবেক মেয়র, বেড়া পৌর বিএনপি আহবায়ক আলহাজ্ব ফজলুর রহমান ফকিরের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আনিছুর রহমান, বেড়া পৌর বিএনপির যুগ্ন আহবায়ক ময়নুল হক, সাজেদুল ইসলাম দিপু, ময়েন উদ্দিন খাজা, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, বেড়া পৌর যুবদলের আহবায়ক জাহাঙ্গীর মোল্লা, বেড়া উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার হোসেন, সেলিম প্রাং, বেড়া পৌর ছাত্রদলের আহবায়ক ফারুক আহমেদ জনি, সদস্য সচিব মোঃ মানিক হোসেন, মিঠুন আহমেদ, প্রিন্স খান, প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল,কৃষক দল, তাঁতীদল ও শ্রমিক দলের নেতাকর্মী।
বক্তারা বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য, গণতন্ত্র ও ভোটের অধিকার পুনরুদ্ধার করার প্রত্যয়ে সকল নেতাকর্মীকে একতাবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহ্বান জানান।
ইফতার মাহফিলের আলোচনা শেষে দেশবাসীর জন্য সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বেড়া পৌর বিএনপি ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা এবং গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার পার্টিকে কেন্দ্র করে বেড়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ছিল লক্ষনীয় ও উজ্জীবিত।