বেড়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার বেড়ায় হাসান আলী (৪০) নামে এক শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করছে বেড়া মডেল থানা পুলিশ।
আজ রবিবার (১৬ এপ্রিল) সকালে বেড়া সরকারি বিবি পাইলট হাই স্কুলের বারান্দা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হাসান বেড়া পৌর এলাকার দক্ষিনপাড়া মহল্লার এন্তাজ আলীর ছেলে।
পুলিশের ধারণা রাতের কোন একসময় দুষ্কৃতকারীরা তাকে সেখানে নিয়ে হত্যার ঘটনাটি ঘটিয়েছে।
বেড়া মডেল থানা সূত্রে জানা যায়, এলাকাবাসীদের দেয়া সংবাদের ভিত্তিতে সকালেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। পুলিশে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। উপর্যপুরি ছুরিকাঘাত ও গলা কেটে হত্যাকান্ড নিশ্চিত করেছে দুষ্কৃতকারীরা।
ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতের ভাই রিক্সাভ্যান চালক হেলাল জানান, নিহত হাসান রাজমিস্ত্রীর সহকারী শ্রমিকের কাজ করেতা।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাদিউল ইসলাম জানান, পরিবারের দেয়া বিভিন্ন তথ্যের সুত্রধরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন। তারা দ্রুত সময়ের মধ্যেই হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে সক্ষম হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭