ফখরুল ইসলাম বিপ্লব, আন্তর্জাতিক প্রতিনিধি;
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বরিশাল বিভাগীয় কল্যাণ পরিষদের পূর্বের কমিটি বিলুপ্ত করে বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক ও সকলের পরিচিত ব্যক্তি উক্ত পরিষদ’র সাবেক সভাপতি জনাব কামাল হোসেনকে আহ্বায়ক এবং বিশিষ্ট ক্রীড়া প্রেমিক, রাজনৈতিক, সামাজিক ও দক্ষ-পরিশ্রমী কর্মী বান্ধব ব্যক্তিত্ব জনাব মোঃ কোরবান আলীকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কুয়েত সিটির রাজধানী হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত সকলের ঐক্যমতে উক্ত আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। পরিষদ’র সাধারণ সম্পাদক জনাব নাসের উদ্দিন হাওলাদারের পরিচালনায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মো: কামাল হোসেন। এতে উপস্থিত ছিলেন, জোমাদ্দার জাহাঙ্গীর হোসেন লাল, গোলাম কিবরীয়া, কোরবান আলী, আনোয়ার মৃধা, মো: নাজিম উদ্দিন,নাজিমুল হক আকন,মনিরুজ্জামান রিয়াজসহ অনেকেই।
নবগঠিত আহ্বায়ককমিটির আহ্বায়ক মো: কামাল হোসেন ও সদস্য সচিব মোঃ কোরবান আলী সকলের ঐক্য প্রচেষ্টায় একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
তাঁরা বলেন, দেশ-জাতি ও সমাজের কল্যাণের লক্ষ্যে কাজ করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত প্রয়োজন, সবার নিঃস্বার্থ কাজ ও গুরুত্বের মাধ্যমে পরিষদ অনেক দূর এগিয়ে যাবে।
১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিঃ-
—————————— ——————-
১| আহবায়ক : মোঃ কামাল হোসেন।
২| যুগ্ম আহবায়ক : জোমাদ্দার জাহাঙ্গীর হোসেন লাল।
৩| যুগ্ম আহ্বায়ক : গোলাম কিবরীয়া।
৪| সদস্য সচিব : মোঃ কোরবান আলী।
৫| সদস্য : মো: নাজিম উদ্দিন।
৬| সদস্য : মনিরুজ্জামান রিয়াজ।
৭| সদস্য : মো: আজিম।
৮| সদস্য : মো: প্রিন্স।
৯| সদস্য : মো: বেলাল হোসেন।
১০| সদস্য : মো: ইউনুছ।
১১| সদস্য : মো: আসাদ।
১২| সদস্য : হাফিজুর রহমান।
১৩| সদস্য : লিটন মাহমুদ।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।