নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ার ক্রাইম জোন এলাকার ধামসোনা ইউনিয়নের ভাদাইলে ছিনতাই হওয়া ১৩টন রড উদ্ধার-থানায় মামলা- এ ঘটনার সাথে জড়িতরা পলাতক রয়েছে।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে জানা গেছে, ঢাকার আশুলিয়ার ভাদাইল এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ফিটিংবাজি, খুন, ধর্ষণ, সরকারি তিতাস গ্যাসের পাইপলাইন থেকে অবৈধ সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকার কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েই চলেছে।
মঙ্গলবার (২১ মার্চ ২০২৩ইং) ১৩ টন রড ছিনতাইয়ের ঘটনা ফাঁস হয়, এ ব্যাপারে আশুলিয়া থানার (এসআই) ভজন কুমার বলেন, ছিনতাই হওয়া ১৩টন রড পুরোপুরি উদ্ধার হয়নি, এ বিষয়ে আশুলিয়া থানায় মামলা হয়েছে, কিছু রড উদ্ধার ও এ ঘটনার সাথে জড়িতদেরকে আটকের চেষ্টা অব্যাহত আছে, তিনি আরো বলেন, অপরাধী সে যেই হোক না কেন তাদেরকে দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।
পুলিশ ও র্যাব জানায়, আশুলিয়ার ভাদাইলে চাঁদাবাজি ও রড ছিনতাইয়ের ঘটনার সাথে বগুড়ার মানিক, কুষ্টিয়ার শফিক হাজী, ভাদাইল পাবনারটেক এলাকার ফরহাদ, জামগড়ার এনামুলসহ একটি চক্র বিভিন্ন অপরাধের সাথে জড়িত, তাদের বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। এ ছাড়াও ভাদাইলে মদ খাওয়ানোর ঘটনায় জামগড়া উত্তর মীরবাড়ীর নেট ব্যবসায়ী তাজিবুল মীর (৩০) নিহত হয়েছেন, এ ব্যাপারে আশুলিয়া থানায় হত্যা মামলা হয়েছে, শামীম নামের একজনকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে, এ মামলার ১নং আসামী সুমন মীর হাইকোর্ট থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।
উক্ত ব্যাপারে কুষ্টিয়ার শফিক হাজীর কাছে জানতে তার নাম্বারে যোগাযোগ করা হলে তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। অন্যদিকে বগুড়ার মানিক মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এনামুল আমাকে ডেকে নিয়েছিলো, তাই আমি সেখানে গিয়েছিলাম, তিনি আরও বলেন, এ ব্যাপারে আমি যতটুকু জানি বলবো সমস্যা নাই।