ঢাকারবিবার , ১৯ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় গাজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


মার্চ ১৯, ২০২৩ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

কেএম সবুজঃ  আশুলিয়ার জামগড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা সহ মোঃ জুয়েল মিয়া ও মোঃ আওলাদ মিয়া নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৪ এর সদস্যরা। এসময় একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

আজ রবিবার (১৯ মার্চ) সকাল ১০ তার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৪ সাভার নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. রাকিব মাহমুদ খান।

র‍্যাব জানায়, ঢাকার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ মার্চ) ভোর রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৬০ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান সহ ঐ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার মোঃ জুয়েল মিয়া (৩৫) ও মোঃ আওলাদ মিয়া (২৭)।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

উপরোক্ত বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।