নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার ধামরাইয়ে অনুষ্ঠিত হয়েছে সরকার স্বীকৃত ঔষধ ব্যবসায়ীদের একমাত্র জাতীয় সংগঠন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসি ডিএস) সাভার-আশুলিয়া,ধামরাই উপ-শাখার বাৎসরিক বনভোজন ও মিলনমেলা।
গত সোমবার (১৩ মার্চ) সারা দিনব্যাপী ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের আলাদীনস্ পার্কে এ মিলনমেলায় সকল কেমিস্টস্ গণের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসি ডিএস) উপদেষ্টা মনিরুল হক মুকুল উপস্থিতিতে সাভার-আশুলিয়া,ধামরাই উপ-শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শ্যামলের সভাপতিত্বে এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন কার্য্যকরী সদস্য মোঃ মাসুম মিয়া।
দিনভর আড্ডা, মহিলাদের চেয়ার সিটিং প্রতিযোগিতা, পুরুষদের বাস্কেটবল বল প্রতিযোগিতা,বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে র্যাফেল ড্রসহ উৎসবে আনন্দে সারাক্ষণ মেতে ছিলো ( BCDS) এর সাভার,আশুলিয়া,ধামরাই উপ-শাখার সকল কেমিস্টস্ গণ ও তাদের পরিবারের সদস্যবৃন্দরা।
এ মিলনমেলা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসি ডিএস) সাভার-আশুলিয়া,ধামরাই উপ-শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী আব্বাস,সহ-সভাপতি মোঃ এজাজ,মোঃরুহুল আমিন, কার্য্যকরী সদস্য মোঃ সৈয়দ আব্দুল আলীম,কার্য্যকরী সদস্য মোঃ তালুকদার মোঃ নুর আলম কবির, কার্য্যকরী সদস্য ও আশুলিয়া প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম খান লিটন, কার্য্যকরী সদস্য মোঃ এবিএম জাহাঙ্গীর আলম স্বপনসহ উপ-শাখার কার্য্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দ।