আজ স্যাটেলাইট টিভি অডিয়েন্স ফোরাম (স্টাফ) এর মালিবাগস্থ কাযার্লয়ে একটি গোলটেবিল সেমিনার থেকে সারাদেশে দেশের সবগুলো টিভি চ্যানেল নিরিবিচ্ছিন্নভাবে দেখার দাবী জানিয়েছেন।
স্টাফের কেন্দ্রীয় সভাপতি, জনমত২৪.কম এর সম্পাদক বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো দেখা যাচ্ছে না বলে বিভিন্ন উপজেলা, থানা থেকে দর্শকরা আমাদেরকে জানিয়েছে। এটি উদ্বেগজনক, সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে এই বিষয়ে নজরদারী করতে হবে।
স্টাফের সিনিয়র সহ সভাপতি ফ্লাইট লেফটেন্যান্ট অব. ডক্টর মোহাম্মদ হারুনুর রশীদ ভূইয়া এবংদৈনিক ভোরের খবর এর সম্পাদক বলেন, প্রযোজকদের আপত্তি সত্ত্বেও দেশের প্রেক্ষাগৃহে বিদেশি রাষ্ট্রের সিনেমা প্রদর্শনে দেশী বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়ছেন। দেশীয় সিনেমার উন্নয়ন এবং সিনেমা খতকে রক্ষা করার লক্ষে অবিলম্বে বিদেশি রাষ্ট্রের সিনেমা প্রদর্শন বন্ধ করার জন্যে তিনি দাবি জানান।
স্টাফের সহ সভাপতি এবং জেনিউজ সম্পাদক সাইফুল্লাহ আল মামুন বলেন, দেশে বিভিন্ন স্যাটেলাইট ডিটিএস সার্ভিস চলছে যা খুবই নিন্মমানের এবং দেশী চ্যানেলগুলোকে বন্ধ রেখে এরা বিদেশী স্যাটেলাইট গুলো প্রমোট করছে, তাহলে আমাদের দেশের শিল্পী কলাকুশলীরা কি করবে?
সভায় আরো উপস্থিত ছিলেন, স্টাফের সহ—সভাপতি, দৈনিক দিনের আলোর সহ—সম্পাদক রাফে সামনান, স্টাফের সাধারণ সম্পাদক আল ইহসান, সাংবাদিক শাহীন ও আরাফাত রাজু।