শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে একাত্তরের পঁচিশে মার্চের গণহত্যা দিবস পালিত হয়েছে।আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইটের নামে ঘুমন্ত মানুষের উপর নারকীয় গণহত্যা শুরু করে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল- মারুফ এর সভাপতিত্বে শুরু হয়। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম সরকার লেবু, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জান সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী মোস্তফা মাসুম, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ, যুবলীগ নেতা শহিদুল ইসলাম রানা, ছাত্রলীগ নেতা রতন, মিয়া সুমন মিয়া সহ প্রমূখ। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এর আগে শহীদ বেদীতে পুষ্প মাল্য অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলার রাজনৈতিক সংগঠন,সরকারি -বেসরকারি অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচি পালন করে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭