ঢাকাবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ খবর

বাহুবলে তোলার দোকানে আগুন লেগে লক্ষাদিক টাকা ক্ষয়ক্ষতি


ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে মেসার্স আশরাফুল ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের তুলার গুদামে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে। এতে দোকানে থাকা তুলাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৮ফেব্রুয়ারি) দুপুরে অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে।এই সময় খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান,আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি দীর্ঘদিন যাবত মিরপুর বাজারে মেসার্স আশরাফুল ট্রেডার্স নামে একটি তুলার গুদামে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে আসছিলেন। দুপুরে হঠাৎ করে তুলার মেশিন থেকে অগ্নিকাণ্ডের এই সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই তার ব্যবসা প্রতিষ্ঠানের চার দিকে আগুণ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘন্টা খানিকের প্রচেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। যদিও ততক্ষণে তুলাসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সাব ষ্টেশন অফিসার ইব্রাহিম শেখ জানান,আমরা খবর পাওয়া মাত্রই সেখানে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনি। স্থানীয়রা বলেছেন, তুলার মেশিন থেকে আগুণের এই সূত্রপাত ঘটেছে। বিষয়টি ফায়ার সার্ভিস তদন্ত করছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।