ঢাকারবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ খবর

ইসলাম ধর্ম অবমাননা করায় সাইবার ট্রাইবুনালে মামলা দায়ের


ফেব্রুয়ারি ৫, ২০২৩ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

মাহফুজুল হকঃ পুরান ঢাকার স্থায়ী বাসিন্দা মোহম্মদ নাদিম হোসেন বাদী হয়ে গত ১২ জানুয়ারী ২০২৩ এ ঢাকার সাইবার ট্রাইবুনালে ইংল্যান্ড প্রবাসী আবু সাদাত মো: সায়েমের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইন ২০১৮ অধীনে ২৮,২৯,৩১ ধারায় মামলা দায়ের করেন। বাদী নাদিম হোসেন জানায় গত বছর ৩১শে ডিসেম্বর সায়েম তার ফেসবুক একাউন্ট থেকে ইসলাম ধর্ম ও নবী মুহম্মদ সা: কে নিয়ে কটাক্ষ করে একটি পোস্ট করেন যার পরিপেক্ষিতে নাদিমের সাথে সায়েমের উক্ত পোস্টে তর্ক হয় এবং নাদিম সায়েম কে অনুরোধ করেন উক্ত পোস্ট টি মুছে দেয়ার জন্য অন্যথায় মামলা দায়েরের হুমকি দেন।

সায়েমের সাথে বাদীর বন্ধুত্ব হয় প্রাথমিক বিদ্যালেয়ে পড়ার সময় এবং পুরান ঢাকায় একই এলাকায় উভয়ের জন্ম ও বড় হওয়ার কারনে বাদী সায়েমের পরিবারের সকল সদস্য সহ তাদের ঢাকার ও গ্রামের বাড়ীর ঠিকানা সম্পর্কে অবগত বহু আগে থেকে।
বাদী জানায় সায়েম উচ্চশিক্ষায় শিক্ষিত এবং স্বনামধন্য শিক্ষিত মুসলিম পরিবারের সন্তান হওয়া সত্তেও ইংল্যান্ডে গিয়ে সে ব্যাপক পরিবর্তন হয়ে যায়, মূলত ইসলাম ধর্মকে ফেসবুকে ব্যঙ্গ করে প্রচার করা তার অভ্যাস হয়ে দাঁড়ায়। তাকে তার ভাই,বন্ধু প্রতিবেশী আত্মীয় এমনকি তার পিতা মাতা জিবীত থাকা অবস্থায় বুঝাতে ব্যর্থ হয়।
বাদী সূত্রে জানা যায় সায়েম ইংল্যান্ডের কেন্টে এ্যাসফোরড গেটওয়ে চার্চে খৃস্টান ধর্মে যোগদান করে এবং চার্চের ওয়েবসাইটে তার টেস্টমনি প্রকাশ হয় যেখানে সে ইসলাম ধর্মকে আঘাত করে মন্তব্য করে যার প্রমান সাইবার ট্রাইবুনালে জমা দেয়া হয়েছে।
বাদী আরও জানায় কোন প্রতিহিংসাপরায়ণ হয়ে সে এই মামলা করেনি। বরং বাদী একজন মুসলমান হিসেবে মনে করেন যে ইহা ছিল তার ধর্মীয় কর্তব্য প্রমান করা যে আল্লাহ ও নবী মুহম্মদ সা: এর বিরুদ্ধে কটাক্ষ করে কোন বাংলাদেশী যেন রক্ষা না পায়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।