ঢাকাশনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মুন্সিগঞ্জে সুপার স্টার গ্রুপের ফ্যানের কারখানায় অগ্নিকাণ্ড


ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়ায় সুপার স্টার গ্রুপের ফ্যান তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি বাস স্ট্যান্ডের অদূরে শিল্প প্রতিষ্ঠানটিতে এঘটনা ঘটে। এসময় গজারিয়া ও সোনারগাঁও ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টার পর দুপুর তিনটায় আগুন নিয়ন্ত্রণে আসে।এঘটনায় কোন হতাহত না হলেও পুড়ে গেছে মূল্যবান মালামাল সামগ্রী।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, কোম্পানিটিতে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে তবে আসন্ন গরমকে কেন্দ্র করে মালামালের চাহিদা বেড়ে যাওয়ায় শনিবার দিনও উৎপাদন চলছিল। এদিকে শনিবার দুপুর দুইটার দিকে ফ্যান ও লাইট তৈরির দুই ইউনিটের মাঝখানে খালি জায়গায় বাঁশ ও ট্রিপল দিয়ে বানানো অস্থায়ী সেডে আগুন দেখতে পায় শ্রমিকরা। মূল গোডাউনে মালামাল সংকুলান না হলে অস্থায়ী সেডে মালামাল রাখা হতো। অগ্নিকান্ডের খবরে গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অগ্নি নির্বাপনের কাজে যোগ দেয়। পরে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটও অগ্নি নির্বাপনে কাজে যোগ দেয়। এক ঘন্টা চেষ্টার পর দুপুর তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছে।

গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আমরা অগ্নি নির্বাপনে কাজ শুরু করি। প্রথমে দুটি ইউনিট ছিল পরে পার্শবর্তী উপজেলা থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। দাউদকান্দি উপজেলা থেকে আরও দুটি ইউনিট যোগ দেওয়ার কথা থাকলেও আগুনের তীব্রতা কমে আসে আমরা তাদের আসতে না করেছি। তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। সঠিক কি কারনে অগ্নিকাণ্ড ঘটেছে তা তদন্ত করে বলা যাবে। ফ্যান সহ কিছু যন্ত্রাংশ ও মালামাল পুড়ে গেছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।