মানিক হোসেন, বেড়া (পাবনা) সংবাদদাতাঃ বেড়া পৌর এলাকার করমজা মনজুর কাদের বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রীকে ইফটিজিং করার অপরাধে গতকাল (১৩/০২/২০২৩ সোমবার) দু’বখাটেকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত রবিবার (১২/০২/২০২৩) পৌর এলাকার করমজা মনজুর কাদের বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির একজন শিক্ষার্থীকে স্কুল থেকে বাড়ী ফেরার পথে সানিলা গ্রামের মোঃ মিরাজ ফকির (২০) পিতা-মোঃ মালেক ফকির ও মোঃ আরফিন (২৫) পিতা- মোঃ আলামিন উত্ত্যক্ত করে। বাড়ী ফিরে ঐ স্কুল ছাত্রী তার পিতা-মাতাকে ঘটনাটি জানায়। পরে স্কুল ছাত্রীর পিতা মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে বেড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
বেড়া মডেল থানা পুলিশ দ্রæত অভিযুক্ত দু’জনকে আটক করে। পরে বেলা ১২ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্নার নেতৃত্বে করমজা মনজুর কাদের বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ভ্রাম্যমান আদালত বসানো হয়। বাদী-বিবাদী ও শিক্ষকমন্ডলীর উপস্থিতিতে শুনানী শেষে অভিযুক্ত দু’জনকে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়।
বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, বেড়ার আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা সচেষ্ট। বিষয়টি জানার পরপরই অভিযুক্ত দু’জনকেই আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এসিল্যান্ড মহোদয়কে অবগত করা হয়। বখাটেদের কারণে ছাত্রীদের লেখাপড়ায় যেন কোন বাধা না আসে সেদিক আমাদের নজর আছে।