ঢাকাবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ খবর

নবীগঞ্জে প্রথমবার মতো মেয়র কাপ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত


ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এই প্রথমবার মতো নবীগঞ্জ মেয়র কাপ-২০২৩ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত। গত মঙ্গলবার নবীগঞ্জ জে,কে হাইস্কুল মাঠে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ গ্রহন করেছেন আনমনু স্টার স্পোটিং ক্লাব বনাম আবাহনী স্পোটিং ক্লাব। টসে জিতে প্রথমেই ব্যাট করতে নামেন আনমনু স্টার স্পোটিং ক্লাব। তারা ১৮৮ রান করে অল আউট হয়। জবাবে আবাহনী স্পোটিং ক্লাব সব উইকেট হারিয়ে ১৭৭ রান করে অল আউট হয়। ১১ রানে চ্যাম্পিয়ান হন আনমনু স্টার স্পোটিং ক্লাব। খেলা চলাকালীন দর্শকদের উপড়ে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। এইসময় বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ক্রিকেটার মোঃ আশরাফুলের উপস্থিতিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে উৎসবের আমেজ বেড়ে যায়। তারপর  টুর্নামেন্টের পুরুস্কার বিতরণী অনুষ্টান অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা পরিষদ সদস্য শেখ মোঃশফিকুজ্জামান শিপন,প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরী, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল মালিক,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া,নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক  স্বপন রবি দাশ, কাউন্সিলর জাকির হোসেন,আব্দুস ছুবান, নানু মিয়া, যুবরাজ গোপ, কবির মিয়া, ফজল আহমদ চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর ফারজানা আক্তার পারুল, সৈয়দা নাসিমা বেগম, পুর্ণমা দাশ, সাবেক কাউন্সিলর রুহুল আমীন রফু, সুন্দর আলী, প্রকৌশলী অরুন বাবু, হিসাব রক্ষক কর্মকর্তা শেখ জালাল উদ্দিন, সহকারী প্রকৌশলী সহিদুর ইসলাম প্রমূখ। খেলায় সেরা বোলার স্টার স্পোটিং ক্লাবের মোজাম্মিল, সেরা ব্যাটস ম্যান সাইফুর রহমান, প্লেয়ার অব টুর্নামেন্ট লিটন-২ এবং সেরা উইকেট কিপার আবাহনীর আব্দুল্লাহ। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ান ও রানার্স আপদের হাতে নগদ অর্থসহ পুরুস্কার তোলে দেন। এদিকে সেরা ব্যাটস ম্যান সাইফুর রহমানকে নগদ দুই(০২) হাজার টাকা প্রদান করেন নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নিতেন দেব। অপর দিকে বাংলাদেশের জাতীয় ক্রিকেটার আশরাফুলকে ঘিরে নবীগঞ্জ জে,কে স্কুল মাঠে মানুষের ভীড়  জমেছে। এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা খেলার শেষে মাঠে এসে অটোগ্রাফ নেওয়া এবং মোবাইলে সেলফি তোলার জন্য ভীড় করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।