শহীদুল ইসলাম, সুন্দরগঞ্জ ( গাইবান্ধা ) সংবাদদাতাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগকে সুসংগঠিত করণের লক্ষে উপজেলার ৮ নং ধোপাডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এ কর্মী সভায় সভাপতিত্ব করেন ধোপাডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান আকন্দ। ধোপাডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবলু মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম সরকার লেবু। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, শহীদ এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের সহধর্মীনি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশীদ জাহান স্মৃতি। প্রধান অতিথির বক্তব্যে লেবু বলেন আগামী নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষে আমরা ইউনিয়ন থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ডে কর্মী সভা করা হবে। স্মৃতি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক শুধু আগামী নির্বাচনের প্রস্তুতি ও বতর্মান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এ কর্মী সভা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও কর্মী সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মো সদরুল ইসলাম, প্রভাষক আঙ্গুর মিয়া সহ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক গণ।