ঢাকারবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ খবর

পুর্ব প্রেমিকের পরামর্শে স্বামী স্বশুর শ্বাশুড়িকে হত্যার উদ্দেশ্য খাদ্য বিষপ্রয়োগের অভিযোগ


ফেব্রুয়ারি ৫, ২০২৩ ১২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

বেড়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলার  আমিনপুর থানার জাতসাকিনি ইউনিয়নে গৃহবধু বিথি খাতুনের (১৫)বিরুদ্ধে খাদ্য বিষ মিশিয়ে পরিবারের সদস্যদের হত্যার অভিযোগ উঠেছে। সে জাতসাকিনি ইউনিয়নের আলম শেখের স্ত্রী। এ বিষয়ে বিথির স্বশুর অাব্দুল মজিদ বাদি হয়ে শনিবার(৪ ফেব্রু) আমিনপুর থানায় পুত্রবধু  বিথির বিরুদ্ধি হত্যা প্রচেস্টা মামলা দায়ের করেছেন।
থানার অভিযোগ থেকে জানা যায়, সুজানগর উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত আশরাফুলের মেয়ে বিথি খাতুনের সাথে বেড়া উপজেলার জাতসাকিনি ইউনিয়নের জাতসাকিনি পূর্বপাড়ার আব্দুল মজিদের ছেলে আলম শেখের পারিবারিক ভাবে বিয়ে হয় আট মাস আগে। বিয়ের পর থেকে বিথি ও আলমের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিলো।
স্বামী সংসারে এসেও বিথি তার পুর্ব প্রেমিক সাদমানের সাথে মোবাইলে যোগাযোগ রেখে আসছিল। সম্প্রতি বিষয়টি স্বামী আশরাফুল টের পেলে তাদের দাম্পত্য কলহ বেড়ে যায়।
আব্দুল মজিদ অভিযোগে জানান,গত ১ ফেব্রুয়ারি বুধবার রাতে তার পুত্রবধু খাদ্যের মধ্যে বিষপ্রয়োগ করে পরিবারের সদস্যদের খেতে দিলি তিনি বিষয়টি টের পান।তাৎক্ষণিকভাবে  তিনি প্রতিবেশীদের বিষয়টি জানালে প্রতিবেশীরা তার বাড়িতে এসে তারা বিথিকে জিজ্ঞাসাবাদ করেন একপর্যায়ে প্রতিবেশীদের কাছে সে বিষপ্রয়োগের বিষটি স্বীকার করেন।
স্বীকারোক্তিতে বিথি জানান প্রেমিক সাদমানের পরামর্শে সে খাদ্য বিষ মিশিয়েছিল। প্রেমিক সাদমান তাকে আশ্বস্ত করেছিল তাদেরকে বিষ খেয়ে মেরে ফেলতে পারলে তাদের পথের বাধা দুর হবে এবং তাকে বিয়ে করে নতুন জীবন শুরু করবেন। পরবর্তীতে আব্দুল মজিদ বিষয়টি নিয়ে আমিনপুর থানায় লিখিত অভিযোগ করেন।
 আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আনিসুর রহমান বলেন,বাদীর অভিযোগের ভিত্তিতে গৃহবধু বিথীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে বলেছেন তার পুর্বপ্রেমিক বেড়া উপজেলা নতুন ভারেঙ্গা ইউনিয়নের রাকসা গ্রামের মোঃ বদি খানের ছেলে  সালমান খানের পরামর্শে ভাতে সাথে ইদুর মারার বিষ মিশিয়ে হত্যার চেস্টা চালিয়েছিল। বিষয়টি আরো গভীর তদন্ত চলছে।খাদ্যের বিষ পরীক্ষার চুরান্ত রিপোর্ট পেলে হত্যা মামলা হিসেবে গ্রহন করা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।