শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম সরকার লেবুর নেতৃত্বে সারাদেশে বিএনপি -জামায়াত কর্তৃক দেশ বিরোধী অপতৎপরতা,নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে একটি শান্তি মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে মোঃ আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শহীদ এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের সহধর্মীনি সৈয়দা খুরশীদ জাহান স্মৃতি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোছাঃ হাফিজা বেগম কাকলী সহ উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন। আশরাফুল আলম সরকার লেবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের অগ্রগতি বাধাগ্রস্ত ও নৈরাজ্যের পথ বেছে নিলে তাদের যেকোনো মুল্যে প্রতিহত করা হবে। এর আগে শনিবার বেলা ১২ টায় একটি বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়।