ঢাকাবৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৩

সুন্দরগঞ্জে বিপি দিবস পালিত


ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

শহীদুল ইসলাম শহীদ , সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

বাংলাদেশ স্কাউটস সুন্দরগঞ্জ গাইবান্ধার আয়োজনে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর ১৬৬ তম জন্ম দিন উপলক্ষে বিপি দিবস পালিত হয়।

বুধবার দুপুরবেলা বিপি দিবস পালনের লক্ষ্যে উপজেলা স্কাউট ভবনে কেক কাটা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ- আল- মারুফ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ফজলুল করিম। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সম্পাদক শাহজাহান মিঞা, স্কাউটস সহকারী কমিশনার আহসান হাবীব, জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার, সহসম্পাদক রেজাউল আলম, কোষাধ্যক্ষ রাশিদুল ইসলাম জুতি, কাব লিডার জিন্নাতুল ফেরদৌসি ও বিশিষ্ট সমাজ সেবক মাসুদ উল ইসলাম চঞ্চল প্রমুখ। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-মারুফ বলেন,স্কাউট মানুষকে নৈতিকতা, মানবিকতা ও মুল‍্যবোধের শিক্ষা দেয়। মানুষকে সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করার শিক্ষা দিয়ে থাকে। আলোচনা শেষে কেক কাটা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।