শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি জমার বিরোধে জিয়ারুল ইসলাম নামক এক ব্যক্তি আহত হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামে জিয়ারুল ইসলাম ঐগ্রামের গোলজার রহমানের পুত্র। গত রবিবার রাতে এবিষয়ে থানায় এজাহার দিয়েছে জিয়ারুল ইসলাম।
এজাহার সূত্রে জানা যায়, জিয়ারুল ইসলাম গত ২২ ফেব্রয়ারী ২০২৩ রোজ বুধবার নিজ বসত বাড়ীর শয়ন ঘরের টিনের বেড়ার টিন পরির্বতন করার সময় প্রতিবেশী মৃত আবুল হোসেনের পুত্র আব্দুল মান্নান ,আব্দুল আজিজ , মোহাম্মদ আলী সহ তাদের পরিবারের সদস্যরা আমার বাড়ীতে এসে আমার বসত বাড়ির জমি দাবী সহ বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।আমি তাদের প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে এলোপাতারী মারপিট শুরু করেন। স্থানীয় লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্ভতি করেন । আমি আমার পৈত্রিক সম্পতিতে বাড়ী করে আছি র্দীঘ ২৫ বছর হলো। হঠাৎ তারা আমার জমি দাবী সহ এখনো বিভিন্ন ভাবে হুমকী দিয়ে আসতেছে।
এবিষয়ে স্থানীয় মোস্তাফিজার রহমান বলেন, দীর্ঘদিন থেকে তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসতেছে। হঠাৎ বুধবার তাদের মাঝে বিরোধ সৃষ্টি হয়। এতে জিয়ারুল ইসলাম গুরতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। এবিষয়ে বিবাদী আব্দুল মান্নানের সাথে যোগাযোগ করতে চাইলে তাকে মোবাইলে পাওয়া যায়নি। থানা অফিসার ইনর্চাজ সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, বিষয়টি আমরা তদন্ত করতেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭