শহীদুল ইসলাম শহীদ , সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সফিউল ইসলাম আলম, সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, সাজেদুল ইসলাম, আহসান আজিজ সরদার মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গোলাম কবির মুকুল, রেজাউল আলম সরকার রেজা, সাংগঠনিক সম্পাদক মেহেদী মোস্তফা মাসুম, হাফিজা বেগম কাকলী। এছাড়াও পৌর ও উপজেলার প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক বক্তব্য দেন। বকারা বলেন যে কোন মুল্যে বিএনপি ও স্বাধীনতা বিরোধী অপশক্তি কর্তৃক সারাদেশে নাশকতা করার অপকৌশল প্রতিহত করা হবে।
পরে আগামী ১১ ফেব্রুয়ারি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশনায় ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭