সুন্দরগঞ্জে অসুস্থ শিশু রেজার পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান করলো শিউস
শহীদুল ইসলাম শহীদ ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)সংবাদদাতাঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু উন্নয়ন সংস্থা শিউস এর উদ্যোগে হার্টে ছিদ্র ও ভাল্ব নষ্ট শিশু রেজার চিকিৎসায় ১'লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে রেজার পরিবারকে।
শুক্রবার (১০'ফেব্রুয়ারি)বিকেলে উপজেলার বামনডাঙ্গায় শিশু উন্নয়ন সংস্থা (শিউস)এর অফিস চত্বরে শিউসের স্বাক্ষরিত চেকটি প্রদান করেন সংস্থাটির কর্তৃপক্ষ ও অতিথিগণ।
এর আগে চেক প্রদান উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
শিশু উন্নয়ন সংস্থা শিউসের সভাপতি ড. মোঃ শফিউল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার।
শিউস এর সহকারী ব্যবস্থাপক রেজাউল ইসলাম রেজার সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, শিশু উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী রওশন আলম, সাবেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (নীলফামারী) মোঃ আকবর আলী সরকার, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষক গোফ্ফার মোল্লা, জয়নাল আবেদীন,
সংস্থার ভাইস প্রেসিডেন্ট এম.এ রশিদ, এরিয়া ম্যানেজার মাসুদুর রহমান মাসুদ, কোষাধ্যক্ষ ডা.নির্মল চন্দ্র বর্মণ প্রমুখ।
উল্লেখ্য অসুস্থ শিশু রেজা প্রামানিক বামনডাঙ্গা ইউনিয়নের রামধন গ্রামের দিনমজুর শহিদুর ইসলাম প্রামানিকের ছেলে।সে দীর্ঘদিন থেকে হার্টের জটিল রোগে আক্রান্ত। বর্তমানে সে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থান আছে।এদিকে অসুস্থ রেজার বাবা বলেন রেজার চিকিৎসার জন্য প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকা প্রয়োজন। তিনি আরও বলেন শিশু উন্নয়ন সংস্থার মতো সমাজের বিত্তশালীদের এগিয়ে আসা দরকার।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭
প্রকাশিত সংবাদপত্রের অংশ