মোঃ লুৎফর রহমান, স্টাফ রিপোর্টারঃ সরকারীসেবার মান উন্নয়নে সিংগাইর উপজেলা লোকমোর্চার বাৎসরিক কর্ম পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্ম শালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৮ ফ্রেরুয়ারি) সকাল ১০ টার দিকে ওয়েভ ফাউন্ডেশন ও উপজেলা লোকমোর্চার আয়োজনে মধ্য সিংগাইর ওয়েভ ফাউন্ডেশন প্রকল্প অফিসের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সভায় সহকারি সমন্বয়কারী লোকমোর্চা প্রকল্প ও ওয়েভ ফাউন্ডেশন মো.হাবিবুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা লোকমোর্চার সভাপতি হাজী আব্দুল বারেক খান। এ সময় কর্মশালার লক্ষ্য উদেশ্য ও কার্যক্রম উপস্থাপন করেন,উপজেলা লোকমোর্চার সাধারন সম্পাদক আনোয়ারা খাতুন। এতে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন,ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ,ওয়েভ ফাউন্ডেশনের উপ-সমন্বয়কারী মো.ফিরোজ হোসেন।
কর্মশালার অংশগ্রহনকারীগন ৪টি দলে বিভক্ত হয়ে দলীয় কাজের মাধ্যমে শিক্ষা,স্বাস্থ্য,কৃষি,সামাজিক নিরাপত্তা কর্মসূচী এবং বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে বিভিন্ন সমস্যা চিহ্নিত করণ ও সমাধানের জন্য বিভিন্ন উদ্যােগ পূর্বক আগামী এক বছরের লোকমোর্চার কর্ম পরিকল্পনা প্রনয়ন করেন। সর্বশেষে এক বছরের কর্ম পরিকল্পনা উপস্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা লোকমোর্চার উপদেষ্টা জগদীশ চন্দ্র মালো,বীরমুক্তিযোদ্ধা আলোক সাহা,সাদেক আলী,আমজাদ হোসেন নান্নুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের লোকমোর্চা নেতৃবৃন্দ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। সার্বিক সহযোগীতায় ছিলেন-লোকমোর্চা প্রকল্প,ওয়েভ ফাউন্ডেশনের সবুজ আলী।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭