মোঃ লুৎফর রহমানঃ শিবালয় উপজেলার উথলী শিক্ষানিলয় প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী শনিবার উথলী স্পোর্টিং এসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিংক ইন্টারন্যাশনাল এমডি মোঃ মোবারক হোসেন খান পান্নু। উথলী ইউপি চেয়ারম্যান আব্বাস আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেসার্স নাভান এন্টারপ্রাইজ পরিচালক মোঃ আবু বকর সিদ্দিক, শিবালয় উপজেলা প্রেসক্লাব সভাপতি বাবুল আকতার মঞ্জুর, শিক্ষানিলয় প্রি-ক্যাডেট স্কুল এসএমসি অভিভাবক সদস্য দ্বিব্যেন্দু কুমার বাবু, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি যুগ্ম সদস্য সচিব ও শিক্ষানিলয় প্রি-ক্যাডেট স্কুল অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আলী।
জানা গেছে, দৌড়, বিস্কুট দৌড়, টেনিস বল নিক্ষেপ, মোরগ লড়াই, যেমন খুশি সাজো, চেয়ার সিটিংসহ বিভিন্ন ইভেন্টে ছোট, মাঝারি, ও বড় দলের ছেলে-মেয়েরা অংশ নেয়। এছাড়া, নারী অভিভাবকদের বালিশ নিক্ষেপ ও পুরুষ অভিভাবকদের বালতিতে বল ফেলা খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীসহ সকল ছাত্র-ছাত্রীদের পুরস্কার দেয়া হয়।
প্রধান অতিথি মোবারক হোসেন খান পান্নু বলেন, দেশের মানুষ শিশু শিক্ষায় জোর দিয়েছে। ৪/৫ বছরের কোমলমতি শিশুরা প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কিন্ডাগার্টেন স্কুলে লেখাপড়া করছে। খেলাধূলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। দেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষার মান আরোও উন্নত করতে ছাত্র-শিক্ষক-অভিভাভাবকসহ সকলের ভূমিকা রয়েছে।
শিক্ষানিলয় প্রি-ক্যাডেট স্কুল দীর্ঘ ২৩ বছর যাবৎ প্লে গ্রুপ থেকে ৫ম শ্রেণি পর্যন্ত অতিযত্ন সহকারে শিক্ষা দিয়ে আসছে। এ স্কুলের শিক্ষার মান সন্তোষজনক। ফলাফলও বেশ ভালো। সরকারী- বেসরকারী বৃত্তি পরীক্ষার ফলাফল খুবই সন্তোষজনক। তিনি বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের সভাপতি মোঃ আব্বাস আলী বলেন, শিক্ষার্থীদর লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা করা প্রয়োজন। খেলাধূলার মাধ্যমে জয়ের আনন্দ প্রকাশ ও পরাজয় সহ্য করার ক্ষমতা তৈরি হয়। সহশিক্ষা কার্যক্রমে শিক্ষানিলয় প্রি-ক্যাডেট স্কুল অগ্রণী ভূমিকা পালন করছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭