জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে নেমে মো. শিহাব (১০) নামের ভবানীপুর জামিয়া ইসলামিয়া আরাবিয়া কবরস্থান মাদ্রাসার এক ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরির দল মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করে।
এর আগে সকাল ১০ টার দিকে জেলার গজারিয়া উপজেলার ভবানীপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়।
মৃত মো. শিহাব উপজেলার জামালদী গ্রামের মৃত
মোতালেব মিয়ার ছেলে।
সে ভবানীপুর জামিয়া ইসলামিয়া আরাবিয়া কবরস্থান মাদরাসার ছাত্র।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মাদরাসা থেকে বের হয়ে সহপাঠী আব্দুল্লাহ আল তামিমের (১০) সঙ্গে পার্শ্ববর্তী বলাকীচর গ্রামের বালুর মাঠে ফুটবল খেলতে যায় শিহাব। সেখানে খেলাধুলা শেষ করে ভবানীপুর গ্রামের সিটি গ্রুপের লবন ফ্যাক্টরীর পানি নিস্কাষনের ড্রেনের পাশেই মেঘনা নদীতে সহপাঠীকে নিয়ে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের ডুবুরী দল ওই দিন বিকালেই লাশ উদ্ধার করে।
খবর পেয়ে গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মুক্তার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।
মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন গজারিয়া থানার পরিদর্শক মুক্তার হোসেন
এই ঘটনায় গজারিয়া জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭