মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ শহরে শুক্রবার সন্ধ্যায় র্যালী ও শান্তি সমাবেশ করেছে যুবলীগ নেতাকর্মীরা।
শুক্রবার (১০ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের থানাপুল এলাকার অংকুরিত যুদ্ধ একাত্তর ভাস্কর্যের সামনে থেকে র্যালী বের করে।
পরে র্যালীটি শহরের সুপার মার্কেট, বাজার সড়ক হয়ে পুরাতন কাচারী চত্বর ঘুরে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শান্তি সমাবেশে মিলিত হয়।
এতে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান সুমন, জেলা যুবলীগের নেতা মাহমুদুল হাসান সাদী ভূইয়া, শহর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান বাবুল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাজ্জাদ হোসাইন সানী ভূঁইয়া, চরকেওয়ার ইউপি সদস্য মন্টু দেওয়ান, যুবলীগ নেতা সম্রাট দেওয়ান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনার সততা, সাহসিকতা ও দেশপ্রেম বাংলাদেশকে মর্যাদাশীল ও উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে। সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শেখ হাসিনার মিশন এখন স্মার্ট বাংলাদেশ।
আরও বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় আওয়ামী লীগকে নির্বাচিত করতে যুবলীগের নেতাকর্মীরা অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭