আপন সরদার, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ ৮ টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো।
জানাগেছে, সোমবার বিকেলে টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের পাচনখোলা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ওই গ্রামের রুহুল আমিন,কালাচান মাতবর,লালু বেপারী ও রশুমালা বেগম এর ৮ টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে থাকা নগদ টাকা,স্বর্নালংকার,জামাকাপড় ও আসবাবপত্র কিছুই বের করতে পারেনি তারা। তবে কি কারনে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা কেউ বলতে পারেন না।
পাচনখোলা গ্রামের কাদির বেপারী জানান, সোমবার বিকেল ৩ টার দিকে আমাদের গ্রামের ৮ টি ঘরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী এসে গোয়াল ঘর থেকে গরু গুলো বের করতে পারলেও বসত ঘরের কোনো কিছুই বের করা সম্ভব হয়নি। সেখানকার চারটি পরিবারের ৮ টি বসতঘর ও কয়েকটি রান্না ঘরও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পরিবার গুলো এখন একেবারেই অসহায় হয়ে গেছে।
এ বিষয়ে হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান জানান,অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার জন্য ইউএনও বরাবর আবেদন প্রক্রিয়াধীন আছে।
টঙ্গীবাড়ী ফায়ার সার্ভিস ইনচার্জ আতিকুর রহমান জানান,হাসাইল চরাঞ্চলের অগ্নিকাণ্ডের কোনো খবর আমাদের কাছে আসেনি। এ ধরনের দূর্ঘটনা এড়াতে সকলকে সজাগ থাকা প্রয়োজন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭