ভালুকায় চুরি হওয়া গরু সহ চোর আটক
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা থেকে চুরি হওয়া তিনটি গরু গাজীপুরের জয়দেবপুর থানার ধীরাশ্রম গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
এ সময় ওই এলাকার মৃত আক্কাস আলীর ছেলে সৈয়দ আলী নামের এক চোরকে আটক করেছে পুলিশ।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসে, জানান,গত ৩১ ডিসেম্বর রাতে ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামের জুবাইয়ের আহম্মেদের ৭টি গরু চুরি হয় যার বাজারমূল্য আনুমানিক ১৪ লাখ টাকা।
এ ঘটনায় জুবায়ের ভালুকা মডেল থানায় অভিযোগ করলে, জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার গফরগাঁও সার্কেলের দিক নির্দেশনায় মাঠে নামে পুলিশ।
গতকাল রাতে অভিযান চালিয়ে গাজীপুর জেলার ধীরাশ্রম গ্রামের সৈয়দ আলীর বাড়ীর তৈরী মাটির একটি গর্ত থেকে গরু গুলো উদ্ধার করে,ভালুকা মডেল থানার এস আই আবুল কালাম আজাদ, এস আই আল রাজি, এস আই নুর কাশেম।
এ সময় চোর সৈয়দ আলীকে আটক করে সকালে আদালতে পাঠায় পুলিশ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭
প্রকাশিত সংবাদপত্রের অংশ